(দয়া করে লেখাটি রাজনীতির সাথে মেলাবেন না)
“ঘোড়ার হাট”
••••••✍ হিরণ্ময় সরকার
গাঁয়ের ছেলে আমি। চাষার ঘরে জন্ম। একবার বাবার সাথে একটা গরু হাটায় গিয়েছিলাম। গরু হাটে সাধারনতঃ গরু কেনা বেচা হয়। এখন অবশ্য ছাগল, ভেড়া এমন কি হাঁস-মুরগী ও বিক্রি হয়।
আমাদের একটা ভালো গরু কেনার প্রয়োজন পড়েছিল, যে কিনা দুধও দেবে আবার দরকারে মাঠে চাষও করবে। তাই বাবার সাথে ঘুরে ঘুরে বিভিন্ন গরু দেখছিলাম।
এক জায়গায় দেখি অনেকগুলো ঘোড়া বাঁধা আছে।
বাবাকে বল্লাম-বাবা, গরুর হাটে ঘোড়া কেনা-বেচা হয়!
বাবা বল্লো – “আজকাল হয়, ঘোড়ার গাড়ি উঠে যাচ্ছে তো! তাই ঘোড়ারা সব রাস্তা ছেড়ে জমিতে নেমেছে। জমি চাষ করবে ! আর দেখছিস না, হাটে ভালো গরু নেই। সব ছাগল, ভেড়া। তাইতো ঘোড়ার এত দাম।
এই ভাবে প্রান্তিক চাষী আর আমাদের দেশে থাকবে না। কারণ তাদের তো ঘোড়া কেনা-বেচার মত অর্থ নেই। এমনি করে আমরাও হয়তো একদিন চাষাবাদ থেকে হারিয়ে যাব।”
–~০০০XX০০০~–