“আমিই গণিকা আমিই দেশ”
✍ হিমাদ্রি সাহা
আমায় যদি একটা দেশ ভাবো
তাহলে আমি নির্দ্বিধায় এক গণিকা।
নগ্ন দেহে উল্লাসের পর
আমাকে প্রতি মুহূর্তে ফিরে যেতে হয়
সুড়ঙ্গের গভীরে একা
এবং ভীষণ একা।
আমি তখন শ্বাস নিই,
অন্ততঃ নেবার চেষ্টা করি
কারণ, আবার কাল সকালে আলো ফুটলে
আমার নগ্ন শরীরের মানচিত্রে
শুরু হবে বেলেল্লাপনা।
আমি চোখ বুজে নিয়ে আবার
চটকে হাসির ঠমক দেখাই।
উন্মাদ হয় আসর, অবশ হয় সবাই।
আলোর রোশনাই ভাসিয়ে দেয়
পুরুষের শরীর।
আমায় যদি একটা দেশ ভাবো
তাহলে আমি নির্দ্বিধায় এক গণিকা।
তবুও আমার গর্বের সীমা নেই।
তোমরা কোনোদিন দেশের আত্মার সাথে
একাত্ম হতে পারবে না।
কারণ, ধর্ষকরা কখনো দেশ হতে পারে না।
আমার আলো শুষে নিয়ে
যদিও আমি এক অমাবস্যা তবুও
আমিই ভাসাই দেশ পূর্ণিমার আলোয়।
তাই আমি গণিকা হলেও
আমিই দেশ।
–~০০০XX০০০~–