☆★☆”ঔরসের অহঙ্কার”☆★☆
○●○●○●○●○●○●○●○●○
শিব প্রসাদ হালদার
একে একে ত্রিশ বছরের
বাৎসল্যের পবিত্র বন্ধন যখন পলে পলে পদাহত,
পথহারা পুত্রের অবুঝ অভিলাষ-
ঔদ্ধত্যে প্রকাশ পায়-সে অ্যাডাল্ট।
শোনে না বারন-সেচ্ছায় পেতে চায় স্বাধিকার-
অপ্রত্যাশিত অনৈক্য অভিসন্ধি,
পিতৃ হৃদয়কে করে ক্ষত-বিক্ষত!
বার্ধক্যের কম্পিত হস্তে ক্যালেন্ডারের পাতায় পড়ে বিদগ্ধ স্মৃতির কালোদাগ!!
স্বচ্ছতার স্বপক্ষে সর্বদাই সচেষ্ট
অশিষ্টতার প্রতিবাদে তাই অনড়।
নিজ ঔরসজাত সন্তান হবে কুলাঙ্গার?
স্বচ্ছতার অহঙ্কারে উঁচু মস্তক হবে অবনত??
মান অভিমানের অভিনয়ে ক্রমাগত অস্থিরতা-
তবুও কিছুতেই নয় আপোস।
নিষ্কলুষ ঔরস করে উপহাস-চায় কৈফিয়ত।
ক্রমাগত চলে মুক্তির প্রয়াস
অপেক্ষায় শুধু সেই আকাঙ্ক্ষিত সন্ধিক্ষণ–
অবশেষে, অবুঝ অভীষ্ট অভিলাষের অবসানে
যথার্থ বোধোদয়ে-স্বস্তির সূর্যোদয়!
ক্ষণিকের কালিমা মুছে
উজ্জ্বল পিতৃ ঔরসের গর্বে পুত্র আজ গর্বিত-
প্রচারে তার নিজ পরিচয় !!
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆
ধন্যবাদ
প্রাণিতহলাম
রইলোশুভকামনা
THANKS
“সবুজ স্বপ্ন” ওশেব ম্যাগাজিনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি
ধন্যবাদ।
প্রাণিত হলাম।
আপনার মন্তব্যে আমি মুগ্ধ- আমি আপ্লুত!
বাংলা ভাষায় আমার লেখা কবিতার প্রতি আপনার আগ্রহে আমি গর্ব বোধ করছি। জানিনা আপনি কোন্ দেশে বসবাস করেন। ছবিতেও কিছুই দেখা যাচ্ছে না। আমার নিয়মিত পোস্ট করা কবিতায় মন্তব্য করলে অত্যন্ত খুশী হব।
ভালোথাকবেন
রইলো শুভকামনা
ধন্যবাদ
প্রাণিত হলাম
রইলো শুভ কামনা
ধন্যবাদ
প্রাণিত হলাম
রইলো শুভ কামনা
বাংলা ভাষার প্রতি আগ্রহের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী পোস্টে আপনার সুচিন্তিত মতামত প্রদান করে প্রাণিত করবেন।
ধন্যবাদ
প্রাণিত হলাম
রইলো শুভ কামনা
ধন্যবাদ
রইলো শুভ কামনা
বাংলা ভাষার প্রতি বহিঃবিশ্ব থেকে আপনাদের এমন মন্তব্যে ভীষণ প্রাণিত হচ্ছি
পরবর্তী লেখায় সঙ্গে থাকুন—–
আপনার মন্ত্যব্যে ভীষণ আনন্দ পেলাম।
ভিন্ন দেশী হয়েও বাংলা সাহিত্যের আনুগত্যে মুগ্ধ হচ্ছি।গ্রুপে নিয়মিত লিখছি।আশা করি সকল লেখায় সুচিন্তিত মতামত ব্যক্ত করে প্রাণিত করবেন—-
ধন্যবাদ
আপনার মন্তব্যে আমি মুগ্ধ – আমি আপ্লুত!
আমার এই লেখা আপনাদের সাইটে প্রচার করার সংবাদে আমি গর্ব বোধ করছি। আপনার সর্বাঙ্গীণমঙ্গলকামনাকরি—-
আপনার মন্তব্যের জন্য ভীষণ প্রাণিত হলাম ।
সাহিত্যে সুদৃঢ় হোয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাক সংযোগর নিত্য নতুন সূত্র——
বাংলা ভাষার আনুগত্যে গড়ে উঠুক এক নতুন মধুর বন্ধন—–
ভালোথাকবেন
রইলো শুভ কামনা
ধন্যবাদ
আপনার প্রত্যুত্তর পেয়ে ভীষণ খুশি হলাম।
আমার লেখা প্রতি শুক্রবারে প্রকাশিত হয় এবং হয়েছে।আগামী শুক্রবার বড়দিন উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশিত হব।ঐদিন ঐ বিষয়ে লেখা দেব।আশা করি আমার প্রত্যেক লেখাতে আপনার সুচিন্তিত মতামত পাব।আপনি কোন্ দেশে বসবাস করেন? এইভাবে বহিঃবিশ্বের সমমনোভাবাপন্ন সাহিত্য সাথীর সাথে সুসম্পর্ক গড়ে উঠুক- এই কামনা করি!
ভালোথাকবে।
রইলো শুভ কামনা—-
ধন্যবাদ
রইলো শুভ কামনা
আমি প্রতি শুক্রবার এই “সবুজ স্বপ্ন” ওয়েব ম্যাগাজিনে লিখি।
আশা করি প্রত্যেক লেখাতে আপনার সুচিন্তিত মতামত পাব
দিনে দিনে এইভাবে গড়ে উঠুক সাহিত্যর এক নিগুঢ় বন্ধন——-!!!
ধন্যবাদ
আশা করি আমার প্রতি সপ্তাহের প্রকাশিত লেখায়
আপনার সুচিন্তিত মতামত পাব —–
ভালো থাকবেন
রইলো শুভ কামনা
ধন্যবাদ জানাই আমার লেখা আপনার দৃষ্টিগোচরে আসার জন্য । এই ” সবুজ স্বপ্ন আন্তর্জাতিক বাংলা ভাষা” ওয়েব ম্যাগাজিনে প্রতি শুক্রবার আমি লিখি।
নিয়মিত লেখা পোষ্টের মাধ্যমে সমমনোভাবাপন্ন সাহিত্যানুরাগী সাথীদের সঙ্গে সংযোগ হোক – এটাই প্রত্যাশা করি——!
ভালো থাকবেন
রইলো শুভ কামনা
আমার লেখা কবিতা “ঔরসের অহঙ্কার ” প্রকাশিত হবার পর আপনার মন্তব্যে ভীষণ প্রাণিত হয়ে প্রত্যুত্তর দিয়েছিলাম। এই কবিতা হয়তো আপনাদের ওয়েবসাইটে দিয়েছেন।এজন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
“সবুজস্বপ্ন” (আন্তর্জাতিক বাংলা ভাষা) আপনারা কি নিয়মিত পড়েন? এই ওয়েব ম্যাগাজিন প্রতি শুক্রবার প্রকাশিত হয়।প্রতিনিয়ত আপনাদের সুচিন্তিত মন্তব্য পেলে অত্যন্ত খুশি হব
ভালো থাকবেন
রইলো শুভ কামনা।
☆★☆”গোলাপের মতো”☆★☆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
শিব প্রসাদ হালদার
আমি হ’তে চাই
সুসজ্জিত পুষ্পকুঞ্জের
নিষ্কলুষ গোলাপ যেমন
নিঃস্বার্থে স্নিগ্ধ সৌরভ বিলিয়ে
নিজেকে ধন্য মনে করে,
ঠিক তেমনি ভাবে
এ কোমল হৃদয়ে
সঞ্চিত বিচিত্র ভাবধারা
ছড়িয়ে দিতে চাই
জনতার সুকোমল হৃদয়ে
গোলাপের আদর্শ ধরে!
◇◆◇◆◇¤◇◆◇◆◇
☆★☆”গোলাপের মতো”☆★☆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
শিব প্রসাদ হালদার
আমি হ’তে চাই
সুসজ্জিত পুষ্পকুঞ্জের
নিষ্কলুষ গোলাপ যেমন
নিঃস্বার্থে স্নিগ্ধ সৌরভ বিলিয়ে
নিজেকে ধন্য মনে করে,
ঠিক তেমনি ভাবে
এ কোমল হৃদয়ে
সঞ্চিত বিচিত্র ভাবধারা
ছড়িয়ে দিতে চাই
জনতার সুকোমল হৃদয়ে
গোলাপের আদর্শ ধরে!
◇◆◇◆◇¤◇◆◇◆◇
☆★☆”গোলাপের মতো”☆★☆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
শিব প্রসাদ হালদার
আমি হ’তে চাই
সুসজ্জিত পুষ্পকুঞ্জের
নিষ্কলুষ গোলাপ যেমন
নিঃস্বার্থে স্নিগ্ধ সৌরভ বিলিয়ে
নিজেকে ধন্য মনে করে,
ঠিক তেমনি ভাবে
এ কোমল হৃদয়ে
সঞ্চিত বিচিত্র ভাবধারা
ছড়িয়ে দিতে চাই
জনতার সুকোমল হৃদয়ে
গোলাপের আদর্শ ধরে!
◇◆◇◆◇¤◇◆◇◆◇
☆★☆”গোলাপের মতো”☆★☆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
শিব প্রসাদ হালদার
আমি হ’তে চাই
সুসজ্জিত পুষ্পকুঞ্জের
নিষ্কলুষ গোলাপ যেমন
নিঃস্বার্থে স্নিগ্ধ সৌরভ বিলিয়ে
নিজেকে ধন্য মনে করে,
ঠিক তেমনি ভাবে
এ কোমল হৃদয়ে
সঞ্চিত বিচিত্র ভাবধারা
ছড়িয়ে দিতে চাই
জনতার সুকোমল হৃদয়ে
গোলাপের আদর্শ ধরে!
◇◆◇◆◇¤◇◆◇◆◇
☆★☆”গোলাপের মতো”☆★☆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
শিব প্রসাদ হালদার
আমি হ’তে চাই
সুসজ্জিত পুষ্পকুঞ্জের
নিষ্কলুষ গোলাপ যেমন
নিঃস্বার্থে স্নিগ্ধ সৌরভ বিলিয়ে
নিজেকে ধন্য মনে করে,
ঠিক তেমনি ভাবে
এ কোমল হৃদয়ে
সঞ্চিত বিচিত্র ভাবধারা
ছড়িয়ে দিতে চাই
জনতার সুকোমল হৃদয়ে
গোলাপের আদর্শ ধরে!
◇◆◇◆◇¤◇◆◇◆◇
ধন্যবাদ
আপনাদের সঙ্গে যোগাযোগে আমি গর্বিত!
প্রতি শুক্রবারে আমার লেখা প্রকাশিত হচ্ছে ।আপনাদের দৃষ্টি আকর্ষণের প্রত্যাশায় রইলাম।
সাহিত্যে সুদৃঢ় হোক এই বন্ধন—-!
☆★☆”গোলাপের মতো”☆★☆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
শিব প্রসাদ হালদার
আমি হ’তে চাই
সুসজ্জিত পুষ্পকুঞ্জের
নিষ্কলুষ গোলাপ যেমন
নিঃস্বার্থে স্নিগ্ধ সৌরভ বিলিয়ে
নিজেকে ধন্য মনে করে,
ঠিক তেমনি ভাবে
এ কোমল হৃদয়ে
সঞ্চিত বিচিত্র ভাবধারা
ছড়িয়ে দিতে চাই
জনতার সুকোমল হৃদয়ে
গোলাপের আদর্শ ধরে!
◇◆◇◆◇¤◇◆◇◆◇