“মেঘ দিয়ে ঢাকা”
✍ বন্ধন পাল
তোমার অবসরে, মেঘের ফুল হয়ে আকাশ-সরোবরে ফোটা
তোমাকে ভাবায়নি ওটা?
সময় কিছু কিছু কমল ফুটিয়েছে, কিছুটা রেখে গেছে ফাঁকা
সেটুকু মেঘে মেঘে আঁকা।
কত কী হারিয়েছ সময়ে অসময়ে, হিসেবে রাখা নেই সব
সেখানে ডুবে পরাভব,
কত-যে সীমারেখা পেরোনো অজানিত থেকেছে অনুভূতিহীন
ক্ষীণতা রেখে গেছে ঋণ।
জটিল ভাবাবেগে ঠিকানা হারিয়েছে রোদের স্বাভাবিক ছুট—
তোমার চারিপাশে কূট!
অথচ সমাধানে আসেনি সামাজিক মিতালি করে রাখা কেউ
গুনেছ মরণের ঢেউ।
এত যে ফোকরের গা-বেয়ে নেমে আসা কঠিনতম বোঝাপড়া
আলোর হাতছানি ওরা
অনেক আফশোস,নীরবে মরে থাকা বিশেষ বিজড়িত-দুখ
পুড়িয়ে দিয়ে গেছে মুখ।
তবুও ঝলকানি অশনি এনে দেয়,অমর হয়ে বেঁচে থাকা
শপথে মন বেঁধে রাখা,
সময় কিছু কিছু কমলে ফুটে থাকে, কিছুটা রেখে যায় ফাঁকা
সেটুকু মেঘ দিয়ে ঢাকা।
+++০০০ ০০০+++