☆★☆” খোঁজ “☆★☆
¤◇¤◇¤◇¤◇¤◇¤
✍ শিব প্রসাদ হালদার
সবে পৌঁছেছে ঘরে
হঠাৎ এলো নজরে,পরিত্যক্ত এক কালো ব্যাগ
পড়ে আছে এক কোনে-যেন অযত্নে।
সযত্নে তুলে সে হতবাক !
কি আছে তাতে ?
উঁকি মারতেই মন হল অশান্ত,
কিছুতেই হয় না শান্ত !
শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত –
সারাদিনে ছোটাছুটি-দিনান্তে সে ক্লান্ত !
সবার অজান্তে একাই ছুটেছে এক থানাতে,
দিতে চায় ফেরত-চায় সব কিছু জানাতে।
সে সামান্য এক সৎ ট্যাক্সি ড্রাইভার,
বড় অভাব-দিন আনে দিন খায় !
তবুও জাগেনি মনে লোভ একবার,
সে পেতে চায় খুঁজে-সঠিক দাবিদার।
কি করে সইবে ঐ ব্যাগে
গহনা সহ অনেক টাকার ভার!
জোচ্চুরির যুগে এমন আদর্শ উঠুক ফুটে বারবার
সাবাশ সাবাশ !!
তুমি ট্যাক্সি ড্রাইভার !!!
–~০০০XX০০০~–
সকলের জন্য রইলো শুভ কামনা—-!