“কেউ কারো নয়”
✍️ রণজিৎ মন্ডল
জন্মের সময় বোধয় বলেই
এসেছিলাম,
একদিন চলে যাবো সবাইকে
ফেলে, কেঁদেওছিলাম,
যারা সেদিন হেসেছিল তারা
হারিয়ে গেছে,
অনাবশ্যক, অবহেলার শিকার
হয়ে কেউ বা আছে।
পৃথিবীটাও নেই আগের মত,
অনেকটাই বদলে গেছে।
সূর্য্য উঠছে পূব আকাশে,
ডুবছে পশ্চিমে,
দিনের শেষে রাত যাচ্ছে
অন্ধকারের থিমে।
ফেলে আসা দিনগুলো আর
আসছে না ফিরে,
আপন পর হচ্ছে, পর কি
আপন হচ্ছে ঘুরে!
না, কেউ কারো নয়, দুদিন
মেলা মেশা তারপর সেই একা,
সবাই পর করে আমাকে,
অপলক দৃষ্টিতে চেয়ে রয় বোকা।
রক্ত মাংসের শরীরে একটি মন
আর একটি হৃদয়,
ভুলতে না পেরে অশ্রু মোছে,
দেখে সবুজ ফ্যাকাসে হয়।
একদিন ঝরে যায়, কথা দেওয়া
প্রতিশ্রুতি নতুন জন্ম নেয়।
হেসেছিল সেদিন যারা
হারিয়েছে কে কবে!
কেঁদেছিলাম সেদিন আমি
নতুন এসে ভবে।
আজ কাঁদো তোমরা বিদায় দিয়ে,
আমাকে চলে যেতে হবে।
–~০০০XX০০০~–