// আজ খুশিতে //
✍🏻 অনিমেষ
আকাশের মুখখানি উজ্জ্বল
চেয়ে দেখে পৃথিবীর পানে,
ঘুরপাক খায় আজ হাওয়া
মেতেছে সে জীবনের গানে।
পাহাড়ের দল মাথা উঁচিয়ে
ঘাস বন ওগো খুশি মাখছে,
সূর্যের আলো করে ঝলমল
সমুদ্র তাই কুড়িয়ে রাখছে।
পাখিরাও ঘুরে ঘুরে গাইছে
আনন্দে ফুল বুঝি ফুটলো,
পার্বণ বুঝি আজ লেগেছে
প্রজাপতি তাই এসে জুটলো।
বয়ে চলা নদীটিও আজ
নাচছে যে তালে তালে,
নীল আকাশে সাদা মেঘ
চলেছে যে আপন খেয়ালে।
লাল মোরামের ওই পথটা
মেশে বুঝি দিগন্ত রেখায়,
কোন খুশিতে যেন পৃথিবী
দুই হাতে আনন্দ ছড়ায়।
গল্পে বিভোর দেখো গাছেরা
মেলা মেশা নিজেদের মধ্যে,
কলমটা চলেছে তো চলেছে
খাতা ভরে ওঠে পদ্যে।
কথা বলে পিয়ানোর টুংটাং
বলে যায় আপনার ছন্দে,
বসে শুনি একলাটি আমি
মন ভরে যায় আনন্দে।
–~০০০X X০০০~–