“তুই কি আমায় মনে রাখিস?”
✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র
তোর মেসজগুলো যত্ন করে ফোনের মধ্যে রাখি
…….দে… না তুই যত পারিস ফাঁকি
যখন তুই ভুলে থাকিস, তোর মেসেজেই চোখ রাখি
তোর ছবিতেই ছবি আঁকি
তোকেই পরাই প্রেমের রাখি
তোর মন ভুলানো গল্পগুলো যতই হোক আঁকিবুকি
তবুও তোকেই ভালোবেসে….. বুকের মধ্যে রাখি
তোর মেজাজের দাপট অনেক, তবুও নিই ঝুঁকি
যতই তুই দূরে থাকিস তোর হাতেই হাত রাখি
আজ যে আমার একটা কথা, মনের মধ্যে দিচ্ছে উঁকি !
তুই কি আমায় মনে রাখিস? আমি যেমন তোকে রাখি…..
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆