“জীবনের চাবি”
✍ রণজিৎ মন্ডল
এই রাত তোমার আমার,
সকালটা হবে কি না আর,
জানা আছে শুধু করনার।
শুনি যদি পাখিদের গান,
ভেসে আসে যদি কলতান,
চোখ তবে খুলিব আবার।
সকালটা দেখবো আবার।
যদি একবার ঘুমিয়ে পড়ি,
যদি থেমে যায় জীবনের ঘড়ি,
ঘুম না ভাঙে যদি আর,তবে
নিশ্চয় যাবো মরি।
ডেকে ডেকে পাবে না সাড়া,
ওঠার আর থাকবে না তাড়া,
যতই ডাকো বার বার।
শুতে যাওয়ার আগে তাই ভাবি,
জীবনের দরজার চাবি,
দিয়েছি কি না দেখি বার বার।
দরজাটা একবার খুলে গেলে,
জীবনটা বেরিয়ে গেলে,
কেউ খুজে পাবে নাকো আর।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆