“চারটি পর্যটক! ভ্রমণে মেটায় শখ!”
✍ প্রেমাঙ্কুর মালাকার
কাশ্মীরে আজ গুলমার্গেই
প্রথম তুষারপাত ;
ধবল বরফে ঢাকা প্রান্তুর
অপরূপ সাক্ষাৎ!
পাইনের বনে পাতায় পাতায়
ধবল বরফ গুরো;
আচমকা দেখে গাছ গুলো লাগে
সান্টাক্লজের বূড়ো।
ধু ধু বরফের প্রান্তরে শুধু
চারটি পর্যটক!
ওরা ডাকাবুকো অঢেল ডলার
শীতেই ভ্রমণে শখ।
স্থানীয় মানুষ বরফ দেখতে
নয় উতসুক অতি!
বরফ ওদের, জীবন সঙ্গী
জীবনের পলে প্রতি।
কাশ্মীরে আজ সীমা সন্ত্রাস
সমানে চলছে টানা –
তার সাথে সাথে চলছে সমানে
এদেশে জঙ্গিহানা।
ভয়াবহ এই পরিবেশে শুধু
বিদেশী পর্যটক
ওরা অদম্য আসে কাশ্মীরে
ভ্রমণে মেটায় শখ।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆