✍ পারমিতা
লেখিকা পরিচিতি :- পারমিতা জন্মসূত্রে হাওড়ার মেয়ে। ছোট থেকেই বাবার ও পরে স্বামীর কর্মসূত্রে দেশের ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়ানো তার যাপন। এই শিকরহীনতা একদিকে যেমন কষ্ট দেয় অন্যদিকে তেমনই দেশ তথা পৃথিবীর সঙ্গে একাত্ম হতে শেখায়। পারমিতা এক কাঁটাতারহীন পৃথিবীর স্বপ্ন দেখে।
লেখালেখি শুরু ছোটবেলাতেই, অনিয়মিত ভাবে। নিয়মিত লেখালেখি শুরু অনেক পরে। বর্তমানে বাণিজ্যিক ও অবাণিজ্যিক বিভিন্ন পত্র পত্রিকায় তার রচনা প্রকাশিত হয়। লেখালেখির শুরু কবিতা দিয়েই। বর্তমানে গল্প, শ্রুতিনাতক, চিত্র নাট্য প্রভৃতিতে সমান স্বচ্ছন্দ তাঁর কলম। তার লেখা বই গুলি ‘এলোমেলো ভাবনাগুলো’, মনখারাপের পাণ্ডুলিপি ইত্যাদি।
|| আলোর গন্ধ ||
বড় বেশি অন্ধকার জমে আছে
বহুদিন যাবৎ
পুরোনো কিছু মোমবাতি খুঁজে রেখেছি
সন্ধে হলে জ্বালিয়ে দেব বলে।
এখন দিন রাত ঠিক ঠাহর হয় না
বন্ধ দরজা আর খোলা জানলার মাঝে
সূর্য ওঠে, মেঘ জমে, ঝড় বৃষ্টি হয়।
এখন আমার আর কোন ভোরবেলা নেই
নেই কোন দুপুর সন্ধে রাত
পূবের জানলার পাশে
চৌধুরীদের ঝাঁকড়া আমগাছে
পেঁচা ডাকলে
শিউরে উঠে ভাবি, রাত হল।
একটা দুটো মোমবাতি জ্বালি
অন্ধকার কাটে না,
কিছুটা আলোর গন্ধ পাই
খুশি হয়ে উঠি বহুদিন পর,
আজ বুঝি দীপাবলি !
—০০০::XX::০০০—