“চলে গেলে একা ফেলে ”
(শ্রদ্ধেয় কবি শ্রী শংকর মহাশযয়ের স্ত্রী স্বর্গীয়া রানু সেন এর উদ্দেশ্যে এই কবিতাটি)
✍ অশোক কুমার দাস
যখন ঘড়ির কাঁটা
রাত্রি একটা বেজে
ঠিক তিরিশের ঘরে,
মমতায় ঘেরা এই
পৃথিবীর দ্বার খুলে
শান্তির রথে চড়ে
প্রিয়া তুমি চলে গেলে
আমাকে একলা ফেলে।
কে জ্বালাবে সন্ধ্যায়
তুলসী তলায় বাতি
বেদনার অন্তরে
কাটাবো কেমন ক’রে
এখন একাকী রাতি ?
সাথে নেই তুমি সাথী
গিয়েছো নীরবে সরে
অজানা পথটি ধরে
শান্তির রথে চড়ে।।
—০০০::XX::০০০—