“নয়া পরিযায়ী এরা ! তিস্তা পাড়েই ডেরা !”
✍ প্রেমাঙ্কুর মালাকার
এতদিন শীতে গুজরাতে যেতো
কিংবা রাজস্থানে –
এবারে বাছলো জলপাইগুড়ি
তিস্তাপাড়ের টানে।
ওরা একঝাঁক পরিযায়ী পাখি
‘ডিমাসাল ক্রেন’ নাম ;
তিস্তাপাড়েই এবার বাঁধলো
ওদের শীতের ধাম।
সারস প্রজাতি বঙ্গভূমিতে
করেনি পদার্পণ ;
তাই এ পাখির বাঙলা নামের
নেই কোন প্রচলন।
মঙ্গোলিয়া ও চিন, তুর্কির
আদি বাসিন্দা এরা –
এবার প্রথম তিস্তাপাড়েই
বাঁধে অস্থায়ী ডেরা।
বহুদিন বাদে এ বছর ঢোকে
তিস্তার খালে জল ;
চরে চাষ হয় জলে মাছ মেলে
খাদ্যের নাবে ঢল !
পরিযায়ী পাখি পছন্দ করে
তাইতো তিস্তা পাড় !
মনে হয় ওরা এই বাঙলায়
আসবেযে বারবার !
—০০০::XX::০০০—