“জীবন প্রদীপ”
✍ রণজিৎ মন্ডল
আমি যখন বিকাল বেলায়
অস্ত যাওয়ার মুখে,
তুমি তখন দুপুর বেলার
অগ্নি কিরণ মেখে,
দেখছো চেয়ে লাল হয়েছি
অনেক সুখে দূখে।
আমি যখন অন্ধকারে ডুবে,
তুমি তখন মলিন বিকাল হবে,
ভাববে বসে তোমারও কি
আঁধার সমুখে !
ভাবনা যখন তোমায় ছুয়ে রবে,
আমার তখন অনেক রাত্রি হবে,
দেখবে নিঝুম রাতটা বড় হল
কত শোকে !
আসবে সকাল ডাকবে পাখি,
খুলবে না আর আমার আখি,
তোমার চোখের অশ্রু তখন
পড়বে আমার বুকে।
তুমি যখন ভাববে বেলা গেলে,
অন্ধকারে ডুববে সবাই দিনের
আলো ফেলে,
আমি তখন দেখবো চেয়ে
আমার মত তুমিও যে একই
পথে এলে !
বুকে তুলে নেব তোমায়
আসবে যেদিন আমার ভেলায়,
ভাসবো দুজন একই নায়ে
মহাসিন্ধুর সুখে।
এই তো জীবন এই তো মরন,
করবে সবাই তাকে বরণ,
জীবন নাট্টের মঞ্চ যখন,
ভাঙবে মাটির বুকে।
দিনের আলো থাকবে না আর,
আঁধার রাতও করবে যে পার,
নিভবে মোদের জীবন প্রদীপ
ধোয়াই থাকবে দূখে।
—০০০::XX::০০০—