“জীবন দর্শন”
✍ মৃনাল কান্তি বাগচী
হৃদয় দিয়ে ভালোবাসলে কাউকে
তার চলে যাওয়া হৃদয় নাহি চায় মানতে।
আপন জনের বিদায় মনকে বড়ই কাঁদায়
তবুও তাকে বিদায় দিতে হয়।
হৃদয়ের কথা হৃদয়েই জানে
সে ব্যথা নাহি জানে অন্যজনে।
পাতার ঝরে যাওয়ার ধ্বনি কেহ শুনিতে নাহি পায়
তবুও পাতা ঝরে বৃক্ষ হতে ধরায়।
পাতার ঝরে যাওয়ার নীরব বেদন কেহ নাহি বোঝে
বৃক্ষের সে বেদন থাকে তার অন্তরের মাঝে।
হৃদয়ে থাকে কত বেদন,বোঝেনা কেউ আপন পর,
তবুও আপনজনের ভালোবাসার তরে কাঁদে অন্তর।।
——— +++++++ ———-