“ভালোবাসা কাঁদে”
রণজিৎ মন্ডল
সেই সুর আজও
ভেসে আসে, নিশুতি রাতে
আকাশের বুক চিরে
মিশে যায় বাতাসে।
ঘন অন্ধকারে ছেয়ে আছে প্রকৃতির সৌন্দর্য্য,
কি এক কদর্য্যতা চোখে ভাসে।
বিশাক্ত বাতাস,
মেঘে ঢাকা আকাশ,
বিদ্যুতের ক্ষনেক বিচ্ছুরনে
সবুজ পাতাগুলো করে হাসফাস।
আলোর হাহাকার রেখেই
ঝর ঝর বৃষ্টির আকাশ,
বিরহের সুর করে দেয় আরো ভারী
আরো করুণ বল্গাহীন বাতাস।
পাই যেন এক অনিশ্চিত অশনির আভাস,
তছনছ করে দিয়ে তোমাকে আমাকে
কেড়ে নিয়ে করবে গ্রাস।
দুচোখ যেন সইতে পারে না
এতো অত্যাচার, এতো অনাচার,
সাজানো মনের আকাশ আজ শূণ্য,
হয়েছে অন্ধকার নীল আকাশ,
বিষে ভরে গেছে শ্বাস প্রশ্বাস।
কেউ করে না কাউকেই বিশ্বাস,
ছেড়ে যায় সবাই,
ভালোবাসা কাঁদে বুকে নিয়ে
বেদনার বাতাস।
আজও শুনতে পাই সেই সুর,
কি এক সংকেতে বাজিছে
কানে দিবারাত্র, কামারের হাপর হাসফাস,
হাসফাস, আসিছে তোমার আমার
সবার সর্বনাশ।
—০০০::XX::০০০—