“স্বপ্ন – ফেরিওয়ালা”
~~~~~~~~
✍প্রণতি ভৌমিক
দিগন্ত যেখানে মিলেছে সমুদ্রে
স্বপ্নের পসরা নিয়ে সেখানেই
ভেলা ভাসিয়েছিল এক নাবিক।
উত্তাল ঢেউ তছনছ করেছিল
তার সমস্ত পসরা।
স্বপ্ন ভাঙ্গার স্বপ্ন নিয়ে
সে ভেসে উঠেছিল অজানা এক দ্বীপে।
যে দ্বীপে কেউ কখনো স্বপ্ন দেখেনা
মুক্ত পাখির কলকাকলিও নেই
স্বপ্নপূরণের কোন শর্তও তাই নেই।
আছে শুধু বিরামহীন উত্তাল ঢেউয়ের
প্রবল আর্তনাদ আর ধ্বংসের করতালি।
স্বপ্নহীন, আবেগহীন পাথর বুকে নিয়ে
আজও সেই স্বপ্ন ফেরিওয়ালা
একান্ত নির্জনে স্বপ্নেরই পসরা সাজায়।।
—০০০::XX::০০০—