”থমকে গেছে…”
প্রতিবিম্ব রায়
———————-
থমকে গেছে আড্ডা মোদের
থমকে খেলার মাঠ,
থমকে আছে নদীর পাড়ের
ব্যস্ত খেয়া ঘাট ।
থমকে আছে আনাগোনার নিত্য চলার পথ,
হঠাৎ যেন হারিয়ে চাকা থমকে সকল রথ ।
থমকে গেছে উলুর ধ্বনি
থমকে আছে বাসর,
থমকে আছে গান বাজনার
কত শত আসর ।
নাট মঞ্চে পড়ছে ধুলো আসন গুলি ফাঁকা,
এক পৃথিবী নীরবতায় করছে সেথা খাঁ খাঁ ।
থমকে আছে ঘর-বাহিরের
গোপন অভিসার,
সময় যেন আজ ডেকে কয়
কেবা তুমি কার !
থমকে যেন ঘড়ির কাঁটার টিক টিক টিক রব,
কে যেন তার কলকব্জা থামিয়ে গেছে সব ।
নেই থমকে শুধু সবার
ক্ষুধায় জাগা প্রাণ,
দু’বেলা সে খুঁজতে থাকে
একটু ভাতের ঘ্রাণ ।
ভাতের দাবি, বড় দাবি তা থামবে যবে,
ঘড়ির কাঁটা সেদিন জানি সত্যি বন্ধ হবে ।
—০০::XX::০০—