“ট্রেডমিলের দৌড়”
কাকলি ভট্টাচার্য্য মৈত্র
——————————-
স্রোতের বিপরীতে ভাসিয়েছিলাম তরী, আপনমনে–
জয় করবার নেশা ছিল, পৃথিবীটাকে।
তাই,
তুলে নিয়েছিলাম দাঁড়, গুটিয়ে রেখেছিলাম পাল।
যদি টানে সামনের দিকে—-
….যাদের চিনি,
তারা সবাই সামনের দিকেই ছুটছিল,
লক্ষ্য ছুঁতে।
যতো দৌড়োয়, ততোই পথ বাকি, দৌড় দৌড় দৌড়
ফুরোয় না পথ
…কেবল ফাঁকি।
ট্রেডমিলের দৌড়……
তাই স্রোতের বিপরীতে ভাসিয়ে ছিলাম তরী
যদি উল্টো পথেও ছুঁতে পারি,
যদি ছুঁতে পারি…
আবেগে আর কান্না আসেনা, উচ্ছ্বাসেও আসে না আনন্দ
“দুঃখেধনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ । বীতরাগভয়ক্রোধঃ স্থিতধীমুনিরুচ্যতে ॥
এমন আগে তো হতো না
পৃথিবীটাকে জয় করবার তীব্র বাসনা ছিল
তাই স্রোতের বিপরীতে…
—০০::XX::০০—