“তোর হলুদ বরণ গা! তোকে পুকুরে মানায় না!”
প্রেমাঙ্কুর মালাকার
বর্ধমানের দেয়ানদিঘির
থানায় দাস পুকুর-
মাছের জালেই ওঠে কচ্ছপ
হলদেটে ভরপুর!
হলুদ বরণ কাছিম মিলেছে
মহা শোরগোল ওঠে!
পশুপ্রেমীরাই খবর জানাতে
বনদফতরে ছোটে।
বনকর্মীরা দ্রুত ছুটে আসে
কচ্ছপ উদ্ধার;
বিরল জাতের এই কচ্ছপ
বেচাতো যাবেনা আর।
বর্ধমানের বনাধিকারিক
বললেন দেবাশিস-
“হলুদ রঙের কাছিম মেলেনা
এটি দুর্লভ পিস!”
নরম খোলস একে টার্টল
প্রজাতি বলেই মানে-
গঙ্গা কাছিম বলেই একেতো
অনেকেই চেনে জানে।
যে কোন কারণে এটির হয়েছে
জিনে পরিবর্তন ;
বৈচিত্রের কারনে দেহের
হলুদাভ আবরণ!
–০০::XX::০০–