✍ কিশোর বিশ্বাস
লেখক পরিচিতি :-
পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। একজন সুউচ্চ মানের লেখক ও গবেষক, সমাজ সেবক এছাড়া সুদক্ষ বক্তা। ওনার সম্পর্কে যতই বলা হবে ততোই কম হবে। বাংলা সাহিত্যকে এক অনন্য মাত্রা দিয়েছেন কিশোর বিশ্বাস মহাশয়। আমরা ঈশ্বরের প্রার্থনা করি উনি সুস্থ থেকে সর্বদা আমাদের পাশে থাকুন।
“আবার আমি আসবো ফিরে”
আবার আমি আসবো ফিরে
আসবো মা তোর কোলে
হয়তো এবার শ্যাওলা হব
চালতা গাছের তলে
হয়তো হব গুগলি শামুক
মজা নদীর তীরে
তবুও আমি আসবো মাগো
তোর কোলেই ফিরে
হয়তো হব নতুন জলে
কই টুবুরি মাছ
হয়তো হব গভীর বনে
এই টুকুনি গাছ
হয়তো হব কাঠ ঠোকরা
ঠুকুর ঠুকুর বনে
আমি ছিলাম আমি এলাম
পড়বে কি তোর মনে ?
হয়তো হব টোনাটুনি
বেগুন গাছের ডালে
হয়তো হব দেশি কাঁকড়া
অনামী কোন খানে
চামচিকিও হতে রাজি
তোমার চরণ পেলে
কত দুঃখ আমার মাগো
আসতে হলে চলে।।
—০০::XX::০০—