✍ বুলবুলি ব্যানার্জী
কবি পরিচিতি :-
বুলবুলি ব্যানার্জি একজন অধ্যাপিকা, হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ের। বাংলা সাহিত্য নিয়ে ওনার পড়াশুনা। বড়ো হয়ে ওঠা সাহিত্যচর্চার পরিবেশেই। উনি মানুষ যেমন ভালোবাসেন, তেমন ভালোবাসেন মানুষের কথা। সাহিত্য ওনাকে মানুষকে চেনায়। তাই সাহিত্য ছুঁয়েই তার জীবনযাপন।
“এক শ্রাবন”
একটা শ্রাবণ আমায় দেবে!
যে শ্রাবণে প্রয়াণ নয়, সব কবিদের
জন্ম দিবস পালন হবে।
শিউলি ফুলের গাঁথব মালা
পরিয়ে দেব সবার গলে
দীপাবলি র প্রদীপ গুলো
ঠিক সেদিন ই জ্বালতে হবে
সেই আলোতে নতুন নতুন বর্ণমালা তৈরি হবে
কবির কলম আঁধার মুছে সেই আখরেই
হয়নি বলা এমন অনেক না বলা সব কথা কবে।
বৃষ্টি হবে! হতেই পারে।
বৃষ্টি তো নয় ও তো শ্রাবণ ধারায়
কবির শরীর একটু ছোঁয়ার আবেগ থেকেই
মেঘ জড়িয়ে বুকের মাঝে আকাশ কাঁদে
আমিও কাঁদি গানের সুরে কবির সকল
কাব্য কথা বুকের মাঝে লুকিয়ে রেখে।
একটা শ্রাবণ আমায় দিও
কবির সাথে আমার কিছু কথা আছে
আমায় তুমি না জড়িয়ে কেমন করে জানলে কবি
আমার বুকে কান্না আছে!
আমায় তুমি শুধাও নি তো!
তবু কেমন করে জানলে তুমি
আমার কোন গভীরে না বলা সব গোপন কথা
কেমন করে লুকিয়ে থাকে!
আমায় একটা শ্রাবন দিও
যে শ্রাবণে তোমায় ছুঁয়ে থাকবো আমি
সে দিন তুমি ভালোবেসে একলা শুধুই আমার হবে
তোমার যতো গোপন কথা দুঃখ ব্যথা
তোমার বুকে মাথা রেখে আমাকেও তো শুনতে হবে।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆