✍ প্রেমাঙ্কুর মালাকার
কবি পরিচিতি :-
প্রেমাঙ্কুর মালাকার একজন প্রখ্যাত কবি ও ছড়াকার। উনি জন্মগ্রহণ করেন ২৪.০৪.১৯৪৮ (ই; বাঙলা ১০ই বৈশাখ)। বিগত চল্লিশ বছর ধরে কবিতা লিখে চলেছেন এই বরিষ্ঠ কবি। যুগান্তর, পাৎতাড়ি, বর্তমানের হজবরল, সোনার বাংলা খরগোশ, ওভারল্যাণ্ডে সোনার কাঠি, শুকতারা, কিশোর ভারতী, রাজপথ এছাড়া যুগান্তরে প্রথম পাতায় রোজ নামতার ছড়া, কিশোর জ্ঞানবিজ্ঞান সহ বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখার সম্ভার আজ বিদ্যমান। একটা নেশার মতো প্রতিদিন তিনি ছড়া ও কবিতা লিখে যান বিভিন্ন সাম্প্রতিক ঘটনা অবলম্বনে। তার লেখার দক্ষতা শৈলী ও কুশলী আমাদের সবাইকে মুগ্ধ করে।
“সদ্যোজাতক মুখোশেই টান! একি ইঙ্গিত মুখোশের অবসান?”
সদ্যোজাতক চিকিৎসকের
মুখোশেই দিলো টান-
বলতে চায় কি? আমি এসে গেছি
মুখোশের অবসান?
সমীর চিয়াব আমির শাহির
গাইনি চিকিৎসক ;
অস্ত্রোপচার সফলতা সেষে
মুখে হাসি ঝকমক!
ছবি তুলে নিয়ে ফেসবুকে দেন
সঙ্গে বার্তা তাঁর ;
“শিশু ইঙ্গিত করছে পুরনো
জীবনেই ফিরবার!”
যেখানে রবেনা বিধিনিষেধের
করোনার কড়াকড়ি ;
একুশ সালেই মিলে যাবে টিকা
সবাকার সরাসরি।
নেট দুনিয়ায় সমীরের বাণী
ছবি সহ ভাইরাল;
দিন সমাগত কেটে যাবে এই
অতিমারি মহাকাল!
–০০::XX::০০–