✍ শিব প্রসাদ হালদার
কবি পরিচিতি :-
১৯৫১ সালের ৫ই নভেম্বর বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম।১৯৬৮ সালে অষ্টম শ্রেণীতে অধ্যায়নকাল থেকেই এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখে সাড়া জাগান।লেখকের প্রথম কাব্যগ্রন্থ “ছয়ঋতু “। বিভিন্ন পত্র পত্রিকায় এখনও নিয়মিত লিখে চলেছেন—।
#### চোরাস্রোত ####
¤◆¤◆¤◆¤◆¤◆¤◆¤
তোমরা দেখেছ কত যে নদী
দেখেছ কত সমুদ্র,
মাড়িয়ে চলেছ প্রতিনিয়ত
বালির নীচে রুদ্র।
মনের অজান্তে পদদলিত
ছড়ানো ছিটানো ঝিনুক,
ভিতরে মুক্তা বয়ে চলেছে
ফোটে না যাদের মুখ।
বালি নিয়ে করেছ খেলা
দেখনি তার তলে,
চোরাস্রোতের নিত্য প্রবাহ
চোখের অদৃশ্যে চলে।
তুচ্ছ ভেবে করোনা হেয়
ক্ষুদ্র হলেও বড়,
ঘটাতে পারে মহাপ্রলয়
ভিতরটা নয় জড় ।
~~~~~~~
~~~