“কলার”
–:: ডঃ পরিমল চট্টোপাধ্যায় ::–
(লাভপুর,বীরভূম)
পথও বিস্মৃত হয়, বিস্মিত তাকায় চোখে
সুখী সুখী আলোছায়া
কখন যে হারিয়ে যায় তাহাদের সৃজনী আলোয়!
আলোর বেগমপুরে উঁচু উঁচু কলার
কত কত চাল বাদশাহী!
তবুও ভাতের গন্ধ ভেসে ভেসে আসে সে গ্রামীণ।
অন্ধকারে ফের ফিরে এসে
কত আলো দেখা যায়,কত যে জোনাকি!
লক্ষ্মীর পদছাপ, মায়ের হাতের পরমান্ন সুবাস…
সহসা ঘুম ভেঙে ছুটে যাই হ্যাঙারের কাছে
খু্ঁজতে খুঁজতে পেয়ে যাই
কলারে কলারে লেগে থাকা
নাছোড় ময়লার চিহ্নস্মৃতি,
আমাদের আধভাঙা যৌবনের একটু আধটু।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆