// আগমনী – ২ //
✍ অনিমেষ
প্রহর যায় দিন যায়
মাস বছর গেল ওই,
শরৎ এলো তবু গিরি
উমা আমার এলো কই ?
গৌরী মোদের এলো কই
হায়গো উমা মোদের এলো কই ?
শুনি যে শারদ প্রাতে
মেয়ে আসে বাপের ঘরে
কেমন তুমি পাষাণ গিরি
মন কাঁদে না উমা তরে ?
প্রাণ কাঁদে না উমার তরে গো
মন কাঁদে না উমার তরে ?
গৌরী আমার কৈলাশ চূড়ে
শিব সংসার আলো করে
তাই বলে কি উমে আমার
ফিরবে না আর বাপের ঘরে ?
আসবে না কি বাপের ঘরে
গৌরী ফিরবে না কি বাপের ঘরে ?
গৌরী বিনা আঁধার পুরী
আর থাকা না যায়
শিউলি ফুলে ছেয়েছে পথ
মা রে উমা ঘরে আয়।
ওগো দুগ্গা ঘরে আয় লো,
মোদের উমা ঘরে আয়।
—– XX —–