“দেহে সংরক্ষণ! আত্মার আগমন!”
–:: প্রেমাঙ্কুর মালাকার ::–
পাথরে তৈরি নকশি কফিনে
মমি রাখা সার সার-
মিশরে কায়রো সাকারা এলাকা
কুয়ো থেকে উদ্ধার।
উনসাট মমি কফিন সমেত
তুলে আনে প্রশাসন;
ইজিপ্সিয়ান যাদুঘরে হবে
মমির প্রদর্শন!
ওই এলাকায় আছে এগারোটি
পিরামিড ছোটবড়;
তাদের মধ্যে জোসে পিরামিড
জনপ্রিয়তায় দরো!
মমি গুলোসব পার করে এলো
দু’হাজার ছশো সাল;
ক্যালেন্ডারের হিসাবে সেটাযে
খৃস্টপূর্ব কাল!
সেই লোকগুলো তখন জীবিত
হাসতো গাইতো গান-
মমি করা দেহ শুধু পড়ে আছে
ক’বেই উধাও প্রাণ!
তখন ওদের পরম ইচ্ছা
দেহে সংরক্ষণ ;
আত্মা আসবে ফের ওই দেহে
করবে সে বিচরণ!
–::oXXo::–