“কবিতাগুচ্ছ”
–:: রতন হাওলাদার ::–
(১)
দুটো চোখ চাণক্যকে চিনবে,
দুটো হাত হতে চায় হারকিউলিস।
দেড়-দু’য়ে বিকোচ্ছে পদ্মার ইলিশ।
তা দিয়ে কিনে সারা মাসের জিনিস।।
বিষের মধ্যে কি আছে বিষানল?
তামাদী জং ধরা বন্দুকের নল,
এখনো শান দিচ্ছে পুরনো ছল!
মাঝে মধ্যে খুব কাজে লেগে যাবে!
যারা ভাবে বিপক্ষ বড় ‘দূর্বল’!
ছোট্ট কেউটের বিষে প্রাণ খোয়াবে।।
(2)
আমি শুধু নিজেকে বললাম,
ভালো আছি।।
আমি শব্দের ছন্দে বললাম,
ভালো থেকো।।
জীবনটাকে একটু শেখালাম,
পারলে ‘ভালো’ থেকো।
এই ‘পাঠশালায়’ পাঠালাম,
ভালবাসতে শেখো।।
(৩)
বাতাসে ঘুড়ি সবাই ওড়াতে পারে।
সুজানে সবাই সাঁতরে যেতে পারে।
কে আলো জ্বালে গাঢ় অন্ধকারে!
কে শৃঙ্খল ভাঙ্গে কারাগারে!
কে দেয় ‘অর্ধচন্দ্র’ অনাচারে ?
<÷><÷><÷><÷>