// সমুদ্রবেলায় //
✍ অনিমেষ
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে দেখলাম,
নিঃশব্দ বালুকাবেলায় তখন,
কেবল ঢেউয়ের ওঠাপড়া
পায়ের কাছে।
জাহাজের ভোঁ বাজে,
দূর দিয়ে ভেসে যায়
ছায়ামানুষের মতো জাহাজের দল।
ঝাউবনের শন শন শব্দ,
হাওয়াদের হুটোপাটি পাতায় ডালে।
গাংচিলেদের ডাক মাতায় সমুদ্রবেলা,
বালুরাশি ধীরে ধীরে উষ্ণতা ফেরায়।
একচোখো লাইট হাউজ রাতের প্রহরী,
পূবের আকাশে একফালি চাঁদ,
সমুদ্র তীরে আমি একলা।
<÷><÷><÷><÷><÷>