####” সভ্যতার সাধনায় “####
¤●¤●¤●¤●¤●¤●¤●¤●¤
–:: শিব প্রসাদ হালদার ::–
সত্যকে গলাটিপে গর্হিত গর্জনে,
অশুভ অসত্যের অহরহ অনুপ্রবেশ।
পরম সত্যের সার্থক সাধনায়-কবে হবে তার শেষ ?
সঠিক সভ্যতার প্রবল প্রয়োজনে,
সত্যতার শত্রুদের সতত করে চলো নিধন।
রং মাখা রমরমা অসত্য অনাচারে,
বিনম্র ভাব নিয়ে-বিনষ্টে যাদের আগমন,
চুপিচুপি চারিপাশে অসভ্য চলন বলন;
অন্যায়ে অভিনব অসত্যের সহবাসে
গঞ্জিত গলদের গাহনে
দলবেঁধে দুশমন যারা আসে-
যারা করে অবিরত তাদেরও তোষণ-পোষণ;
সভ্যতার সাধনায় অতন্দ্র সৈনিক সেজে,
ছিঁড়ে ছিঁড়ে ছুড়ে ফেল
ক্রমাগত বেড়ে উঠা বেলেল্লার আস্ফালিত বসন।
ধুয়ে যাক মুছে যাক, সঠিক সভ্যতায়-
সচ্ছল স্বচ্ছতার স্রোতে,
ঘুনেধরা সমাজে-সেইসব চলমান
অন্যায়ের অসহ্য নিঃশব্দ শোষন !!
<÷><÷><÷><÷><÷>