ময়ুর পালকের সন্ধানে কাক
প্রজ্ঞা পারিজাত
কাক ময়ূরের পালক খোঁজ করে বেড়াচ্ছে।
পার্বতীর মা রান্নার কাজ করে ছেলে – মেয়ে মানুষ করেছে। ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এখন ওরা মাকে
স্বীকার করে না। এখন ওরা এরিস্ট্রোকেট । কেউ জানে না মা তাদের রাধুনী। আর এদিকে পদি পিসীমার বুড়ো বয়সে খুব ইচ্ছে জেগেছে সিনেমাতে নায়িকার রোলে নায়কের সাথে কোমর দুলিয়ে , নেচে – গেয়ে অভিনয় করবেন বলে।
টেবিলে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তিনি মানুষের ব্যাকুলতা দেখে মুচকি মুচকি হাসছেন।।