কেন এমন…
প্রদীপ সরকার
————-
মান আর হুঁশ, এই দুয়ে মানুষ, এই কথাটা বোধহয় মানুষ এখন গেছে ভুলে।
তাই বুঝি হায়, এতো বেশি অন্যায়, ঘটে চলেছে এখন ধরাতলে।
কেমন করে বুঝবো দেখে,
দৃষ্টিতে মোর বাহির চোখে,
কে যে কখন, মনে আপন, বহন করেন কেমন স্বভাব।
একথা জানতে চাওয়াও, এই দুনিয়ায় এক মহাপাপ।
মোর ঞ্জানের ঘটে নাই বিন্দু পানি।
ভাবটা তবু এমন দেখাই, যেন আমি অনেক জানি।
খালি নিজের পেটের করতে জোগাড়,
রোজ দিন কেটে যায় হায়রে আমার,
নাই যে সময় একটু রে হায় পরের কথা ভাবার তরে।
দেখি এখন এমন করেই,
এই ভাবেই রে আজ প্রায় সব লোকেরই, জীবন কাটছে ভবের সংসারে।
ভেবে এবার বলো তবে, কারেই বা কি দোষটা দেবে,
আর দুঃখী যতো লোকের ব্যথায় কেন জ্বালা এমন ধরছে আমার অন্তরে।
—oooXXooo—