শ্রেষ্ঠ দান
বাসুদেব চন্দ
হে প্রিয়জন, শুধু তোমারেই খুঁজি যুগ যুগ ধরে,
যদি নিতে হয়, তোমা হতে নেব
মুষ্টিবদ্ধ করে।
তোমার ওই বুক, মহীরুহ-সুখ
কৃপা করে নয়, যতনে দানো
যত বেদনা যত যাতনা
তুমি আপনারে হানো!
ওরা দিতে চায়, নিতে চায় আরও বেশি
বুঝে নিতে চায় কড়ায়-গণ্ডায়
দানবেরা ফুলায়ে পেশী!
আমি ভিক্ষুক, আজ তোমারই দ্বারে
তুমি নিঃস্ব বিশ্ব দরবারে,
তবু পেতেছি হাত তোমারই সম্মুখে
এসো, গলা মিলায়ে গাই সুখে আর দুখে।
ঝোলা থেকে তুমি মুঠো চাল চুমি
দু’হাত ভরায়ে দিলে,
দেখে ঈশ্বর ঈর্ষায় তাই
দু’হাত বাড়ায়ে দিলে।
—oooXXooo—