“ডিজিটাল জতুগৃহ”
অসিত ঘোষ
আজব আমরা এখন ও মহাভারতের যুগে
বাস করছি দাহ্য বস্তু সঙ্গে করে।
সেই দুর্যোধন দূঃশাসন রয়েছে,
আমাদের আশেপাশে ঘুরছে।
কে বন্ধু কে শত্রু হিসাব নাই
দুর্বলের পাশে কে দাঁড়াবে হায়।
তখনো আকাশে ভরেছে পোড়া গন্ধে,
চিল শকুনের এর দল, মুছে দিয়েছে।
মুছে দিতে পারে নায় প্রকৃত সত্য বল,
সেই পঞ্চপান্ডব যারা ভাই ভাই।
মহাযুদ্ধে ধ্বংস হয়ে গেছে
হিংসার বলি হয়ে গেছে
শুধু সময়ের অপেক্ষায়
আমরা যে কেবল দিন গুনি।
কালের স্রোতে ভেসে যাবে
স্থির নয় কেহ ঢেউয়ের উপর
কেবল ধ্রুবতারা সত্যি স্থির।
—oooXXooo—