এ নববর্ষে
স্বপ্না নাথ
জাগরনে সীমন্তিনী, বিনিদ্র রজনী,
সেনানির রমণী সে, গৃহকোণে একাকিনী।
যক্ষের মত তার, বারতা পবনে,
উৎকীর্ণ পদধ্বনি, প্রিয়া তরে দিন গোনে।
গৃহে তার পিতা জাগে, মাতা সদা ভাবনায়,
ভাই, বোন উচাটন,
মনে হিত কামনায়।
তুষারেতে কখনো, হিমানী সম্প্রপাতে,
গহীন অরণ্যে জাগে, নিকষ কালো রাতে।
তপ্ত মরুতে চলা, বালু শীতল নিশিতে,
উত্তাল পারাবারে, গগনের রাতে।
অমোঘ আদেশে কদম, সম্মুখে অরিনাশ,
ওরা পূজে দেশ ও মাতা, সুরক্ষার নাগপাশ।
ওরা আছে তাই নিশ্চিত বাস,
বিলাসব্যসনে নিশ্চিত শ্বাস।
স্বপ্নবিভোর, সুখ ও অবকাশ,
নির্ভয় তাই ,মেটে অভিলাষ।
প্রহরি সদা, সদা রক্ষক,
ওরাই প্রাচীর, যারা ভক্ষক,
এ নববর্ষে, মোদের পন হোক,
ওরাই প্রাত: স্মরণীয় হোক।
—oooXXooo—