অনন্ত প্রেম
ড. মদনচন্দ্র করণ
নীরব শীতল চাঁদের আলোয়
তোমার মুখের ছবি আঁকি,
ঝরা কুয়াশার মৃদু পরশে
ভিজে যায় আমার হৃদয় রাখি।
শাল পিয়ালের ছায়াঘেরা বনে
সোনালি রোদ্দুর হাসে মিষ্টি,
তুমি যেন সেই বকুলের কুঁড়ি—
মধুর সুবাসে প্রাণ রাঙিয়ে দিতি।
ইছামতির ঢেউয়ে খেলতো আলো,
তোমার চুলের ঘ্রাণে মিশে যেতো,
হিজলের ছায়ায় বসে দু’জনে
নীলিমার প্রেমপত্র পড়তাম চুপচাপ।
তোমার চোখে ছিল আকাশের রঙ,
সন্ধ্যার সিঁদুরে যে লালিমা মেশে,
তোমার হাসিতে শুনেছি সে সুর—
বনফুলের গন্ধ যে বাতাসে ভেসে।
সময়ের স্রোত যত দূরেই বইবে,
প্রেমের ভাষা ফুরাবে না, জানি,
নদীর জলে যত চাঁদ ভেসে যাবে,
ততবার তোমায় ডাকবে প্রাণখানি।
তোমার সঙ্গ যে বসন্তের ফুল,
ঝরেও সে ফোটে হৃদয়ের বাগানে,
শত জনম পেরোলেও রবে—
চিরপ্রেম আঁকা সন্ধ্যার গানে।
—oooXXooo—