আচ্ছা ধরো যদি
শ্রী নীলকান্ত মণি
আচ্ছা ধরো
এমনটা হয় কভু যদি
এখন
মানব নয়ন যে কয়টি তল দেখে
থ্রি ডি কি তার থেকে
কিছু বেশী দেখে যদি
খালি চোখে
কী এমন হবে!
কিম্বা ধরো
শ্রবন এখন তার
আজিকার পর্দার শক্তি মতো
যা শোনে
শুনতে পারে সেইমতো
তার থেকে যদি
বাতাসে অনবরত
যতো শব্দ ঘোরে
সব সেইসব সমস্তই
শুনবার জিদ ধরি
তবে কেমনটা হবে
মন, তুমি তা ভেবেছো কি!
সবারই নয়ন আছে
দেখে
তবু সেই দেখাতেই
এতো তারতম্য দেখি
তার মধ্যে ঠিক যে কোনটি
ঠাহর না হয়
ঠিকঠাক বলো যদি
একদা যে প্রত্যয়ী ছিলো খুব
আজ তাকে বিচলিত হতে হয় না কি!
শ্রবন
সে তো সবারই রয়েছে
তবুও ধান শুনতে
কখনো কখনো কান শোনে না কি !?
ওহে মন, তুমি তো জানো সবি
তবু মিছিমিছি
কেন যে হও অহংকারী,
অভিমানী, ভাবি !
বেশি কথা কি, চোখ আছে
তবু
ভালোবেসে অন্ধ হই না কি!
রয়েছে শ্রবন
তবুও তো হই-ই বধির
সময়ে সময়ে
তাই বলে তুমি আমি কালা নাকি !?
ইচ্ছে যদি থাকে
চোখ বুজেও তো অবহেলে দেখি
দেয়ালও আড়াল টানে যদি
আড়ি পেতে ভালোমন্দ শুনি না কি !?
আসলে এ সবি
সময় কাটাতে
শব্দ নিয়ে খেলা
এইসব আঁকিবুকি যতো কাটাকুটি
আহত এ হৃদয়ের অনুভুতি সব
আশা আশঙ্কার
পাটে পাটে খুলি বাঁধি ইচ্ছেমতো!
যদিও তেমন কোন
স্পষ্ট প্রয়োজন নেই তার, তবু
তারা আসে যায়
এ হৃদয় খুলে বসে তার দরবার৷
আশ্চর্য হই!
হয়তো বা অকারণ ই!
যখনই সে করে ডাকাডাকি
ভোরাই
সেইসব স্বপ্নের শুকসারি পাখি
ঘুরিয়ে ফিরিয়ে দেখি সযতনে
মনোউপবনে
সাজানো সে সব বিস্তার
ফিরে আরবার!! সে আমার অলঙ্কার
হয়তো বা তাই
তারে ঘিরি আঁকি বারবার
অপূর্ণ বাসনার যতো জলছবি!
—oooXXooo—