ওহে বাংলা নব বর্ষ
মৃনাল কান্তি বাগচী
ওহে বাংলা নব বর্ষ!
অন্তর হতে তোমায়
আমরা করলাম বরণ
আগামী দিনগুলো তুমি
মোদের মঙ্গল করো সর্বক্ষণ।
পুরাতন বছরে ছিল মোদের
যত ভুল ভ্রান্তি আর গ্লানি
নতুন বছরে আর যেন
না থাকে অশুভের হাতছানি
অন্তর হতে সকলে যেন
বর্ণে বর্ণে সেই কথাটি মানি।
আমরা যেন হই
সকলে ন্যায় ও সত্যের পূজারী
না হই যেন কেউ কারো
কখনো অরি।
ওহে বাংলা নব বর্ষ!
তোমার মঙ্গলালোকে
জীবন হোক মোদের ধন্য
মনে থাকে যেন
সকল সময় সৌভ্রাতৃত্বের
বন্ধন
এই ছাড়া দুরাভিসন্ধি না
থাকে অন্য।
জীবন হোক আমাদের
সার্থক ও সুন্দর
সমস্ত ধরিত্রী ফুলে ফলে
সবুজে সুশোভিত হয়ে
আমাদের অন্তরকে করুক
মহত্ত্বর।
না থাকে যেন কারো মনে
হিংসা দ্বেষ রেষারেষি
থাকি যেন হয়ে আমরা
বন্ধুর মত পরষ্পরে পাশাপাশি।
পৃথিবী হয় যেন
আপামর মানুষের স্বর্গীয়
আবাস স্হল
মানুষের হৃদয়ে বিকশিত
হোক সহস্র শতদল ।
ওহে বাংলা নব বর্ষ!
তুমি পূরণ করো
অধমের এই মনোষ্কাম
সুস্থ ও সবল দেহে
বেঁচে থাকুক সকল মানুষ
এই পৃথিবী হোক স্বর্গীয় ধাম।।।
——-########——–