“অচেনা”
–:: নূর কামরুন নাহার ::–
(বাংলাদেশ)
মৃত্যুর পর সবকিছু নাকি অমূল্য হয়ে যায়
হয়তো আমার লেখাগুলোও হয়ে যাবে।
তুমি তন্ন তন্ন করে খুঁজবে বইমেলা, নিউমার্কেট, নীলক্ষেত
ব্যাকুল হয়ে বলবে, নূর কামরুন নাহারের কোন বই দোকানির মূর্খতায় বিরক্ত হবে
অসহায় ক্রোধে টেনে ধরবে চুল
হঠাৎ কোথাও পেয়ে গেলে ব্যগ্র হয়ে টেনে নেবে, নিবিড় মমতায় সাজিয়ে রাখবে র্র্যাকে।
অবসরে পংক্তিতে পংক্তিতে চিনে নেবে আমাকে নিংড়ানো ভালোবাসায় সিক্ত করবে।
অথচ কি পরিহাস দেখ!
বারবার ফিরে আসি তোমার দরজা থেকে
ঐখানে এখন মূল্যবান মানুষের ভিড়
নগদ পাওনায় বাণিজ্য বেসাতি, রঙিন আসর জমানো চায়ের আড্ডায় উচ্চতার হিসেব নিকেশ। কতদিন থেমে থাকি উঠানে তোমার
পারফিউমের তীব্র গন্ধের কাছে
লজ্জার ঘাম নিয়ে অপাংক্তেয় দুর্বল লেখক
খুব কাছের হয়েও চির অচেনায়।
◆◇◆◇◆◇◆◇◆