“ইচ্ছেডানা”
–:: প্রণতি ভৌমিক ::–
একটা প্রকৃত জীবন পেতে চাই
দ্বিধাহীন, ভয়হীন, উদ্দাম জীবন।
প্রায়ই ইচ্ছা হয় কঠিন আবরণে মোড়া
পৃথিবীটাকে ভেঙে ফেলি।
অবাধ্য মন যেদিকে যেতে চায়
সেদিকেই ডানা মেলি।
যা কিছু আমি পেতে চেয়েছিলাম
সবই আছে এই পৃথিবীতে
তবু আমার হাতের নাগালে কিছুই নেই।
চারদিকে শুধু না – না – আর না।
সূর্যের আলো ঢোকার পথ নেই
মুক্ত বাতাস নেই শ্বাস নেওয়ার।
স্বপ্ন আছে অথচ –
স্বপ্ন পূরণের অধিকার নেই।
ইচ্ছে করে ভেঙে ফেলি,
যতই কঠিন হোক সে আবরণ।
আমি শুধু স্বপ্ন ডানা মেলে
উড়ে চলি – উড়ে চলি – উড়ে চলি।
○●○●○●○●○