“এক মুঠো ভালোবাসা”
–:: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ::–
তোমাকে একমুঠো ভালোবাসা
যখন দিয়েছিলাম
তুমি বাঁ দিকের বুক পকেটে
অবলীলায় রেখে দিলে।
ওখানে ওর সাথে
টাকার হিসেব ছিল।
যতবার ভালোবাসাটা
তোমাকে অনুরাগে ভরাবে
এইভেবে ধাইছিল
ততবার ই তুমি
পকেট সামলালে।
বারবার গুনতে লাগলে
ওরা ঠিক আছে কিনা।
আলাদিনের আশ্চর্য প্রদীপটা
কোনো কাজে এলো না।
টাকা গুনতে গুনতে
ওই একরত্তি অনুভব
কখন পা এর নীচে
থেঁতলে গেছো তুমি।
এবার তো শুধুই
আফশোস আর আফশোষ।
একমুঠো ভালোবাসা
তুমি বুকপকেটে রেখেছিলে।
◆◇◆◇◆◇◆
অনবদ্য লেখনী