বসন্তে পশ্চিমি ঝঞ্ঝা
রণজিৎ মন্ডল
আসিয়াও থামিছে বসন্ত কোথাও, কোন পশ্চিমি ঝঞ্ঝায়,
কোকিল গাহিছে না, পলাশ
ফুটিতেছে না, বাতাস বহিতেছে না,
মেঘেদের আনাগোনায়।
শীতের হিমেল হাওয়া নিয়েছে বিদায়,
ঘাষের ডগায় শিশিরের রূপালি দোলায়,
কারো নেই সেই নেশা, সকালের শিউলি
তলায়,
কুড়ানো ফুলের মালা গাথা আর চেয়ে
থাকা, কৈশোরের বন্ধুর অপেক্ষায়,
আসিলে এ পথে, কহিবে তারে গেথেছি
এ মালা পরাতে তোমারি গলায়!
না, কেউ আসে না, সবাই যেন পশ্চিমি
ঝঞ্ঝার কাছে হারিয়ে যায়।
এই বসন্তে দিক দিগন্তে লাল পলাশের
রাঙিয়ে দেওয়া প্রকৃতির শোভায়,
সবুজবনের কচিপাতার আগমনি বারতায়,
আমের মঞ্জরীর আহ্বানে ভ্রমরের গুঞ্জন, হারিয়ে যায় পশ্চিমি ঝঞ্ঝায়!
পুস্পে পুস্পে ভরা বনে হতাশার সুর
শোনা যায়,
কান পাতিলে সবুজের মর্মর ধ্বনিতে যেন বসন্তের বিদায়।
আগত ফাগুয়ার রঙে রাঙিয়ে যাওয়া
মন ও হৃদয়, গানে গানে ভরিবে আকাশ
বাতাস, চঞ্চল প্রাণের অচঞ্চল প্রেম ও ভালোবাসার লীলা খেলায়।
রাধা মাধবের যুগ যুগান্তের প্রেম দর্শন,
বসন্ত ও পশ্চিমি ঝঞ্ঝার মিলনের
ছোয়ায়!
—oooXXooo—