ভেবেছিলাম…
প্রদীপ সরকার
ভেবেছিলাম সেদিন, হবে দেখা তোমার সাথে।
করবো সুখের আলাপ যতো, রেখে হাত তোমার হাতে।।
চারি নয়ন মিলে গিয়ে, পূর্ণ হবে দোঁহের সপ্ন দেখা।
একই সাথে, বন্ধুর এই জীবন-পথে, মিলবে দুইটি হৃদের ভাগ্যলেখা।।
হয়তো বা ভাগ্য আমার, ছিলো না গো প্রসন্ন সেদিন।
যাহা যুগ যুগান্তের সাধনা আমার, বাজিলো না সেই প্রেমের বীণ।।
সময়ের ধারা কতো, বহে গেছে তারপর।
আপন প্রাণের প্রেমের সাকি, না পূরিয়া হলো মেকি, তুমিও ফেরালে আঁখি অতঃপর।
না মিলিলো প্রেম মোহে, না মিলিলো মম প্রাণের দোসর।
আজিও করে হাহাকার, এ দীন হৃদয় আমার, প্রেমের পিপাসা বক্ষে লহি সদা জ্বলে যায় অন্তর।।
আজও আমি, অপেক্ষায় থাকি, তুমি কবে ফিরে আসিবে আমার কাছে।
—oooXXooo—