শ্বেত পলাশের ফোটা ফুল রাশি রাশি!
যেন পলাশের শুভ্র ধবল হাসি!!
প্রেমাঙ্কুর মালাকার
রক্ত পলাশ, গেরুয়া পলাশ,
বসন্তে হরদম-
সবখানে ফোটে! হলুদ পলাশ,
গাছ মেলে কম কম।
লেক টাউনে ও ভিআইপি রোডে,
হলুদ পলাশ গাছে-
দেখি বহুবার, সোনালী হলুদ,
কতো ফুল ফুটে আছে!
ধর্মতলায়, অধুনা হলুদ,
পলাশে হদিশ মেলে-
ডালে ডালে ফুল, ফোটে অজস্র!
শুধু বসন্ত এলে।
এই বিরাটীতে, নবনগরে ও
হলুদ পলাশ ফোটে-
বসন্তকালে! পাতাহীন ডালে!
ফুলের বন্যা ছোটে!
শ্বেত পলাশ যে, পলাশ রাজ্যে,
বিরল ব্যতিক্রম!
এই বাংলার, সব জেলাতেও
মেলে নাতো হরদম।
বাঁকুড়া এবং পুরুলিয়াতেই,
শুভ্র পলাশ মেলে-
প্রকৃতি দিয়েছে, রাজহংসের,
পালখ শাখায় ঢেলে!
শ্বেত পলাশ যে, প্রকৃতির দেয়া,
দুর্লভ উপহার!
পারিজাত-সম! স্বর্গীয় ফুল!
সবখানে মেলা ভার!!
বসন্তকালে, শ্বেত পলাশের,
ফোটা ফুল রাশি রাশি!
যেন বনে বনে! পলাশ ফুলের!
শুভ্র ধবল হাসি!!
—oooXXooo—