ক্যানভাসে প্রতিকৃতি
মৃনাল কান্তি বাগচী
চেতনে অবচেতনে
আঁকি যার প্রতিকৃতি
সেতো বোঝেনি কখনো
আমার মনের আকুতি।
এক একটা সময়
শুধুই ছেড়েছি দীর্ঘশ্বাস
কিছু স্বপ্ন ,কিছু আশায়
থাকেনা পাওয়ার একটুও
বিশ্বাস।
মনের ক্যানভাসে কখনো কখনো
এলো মেলো হয়ে যায় সব আঁকা
জীবন চলেনা সরল রেখায়
তার গতিপথ বড়ই আঁকা বাঁকা।
আমার মনের ক্যানভাসে
চেয়ে চেয়ে
যখন ছবি আঁকি
হঠাৎ মনে হয় সে যেন
পিছন থেকে বলছে ডাকি।
আমিতো হারিয়ে যাইনি
আমিতো আছি তোমার
অন্তরের অন্তরে
আমার মনের কথা
তুমিও বোঝোনি
কেন আমায় অপরাধী ভাবো
তুমি বারে বারে?
সব চাওয়া জীবনে
হয়না কখনো পাওয়া
কিছু চাওয়া হৃদয়ে লালন
করে রাখতে হয়
সেটাকে ধরে নিতে হয় পাওয়া।
তাতেই আনতে হয়
মনে অপার শান্তি
তার অন্যথা করলে
মন জ্বলে পোড়ে
নেমে আসে ঘোর অশান্তি।
অশান্তির থেকে শান্তি নিয়ে
বেঁচে থাকা অনেক শ্রেয়
ভালোবাসো যাকে
তাকে ভালোবেসে যায়না
থাকনা হয়ে সে তোমার
সবচেয়ে প্রিয়।।।
——########——-