জাগতিক
শ্যামাপ্রসাদ সরকার
একটু খোঁড়াতে খোঁড়াতে
পিছিয়ে পড়েছি আজকাল
মায়াবী জ্যোৎস্নায় স্মরগরল
তবুও আমাকে এসে চুম্বন করে।
যেখানে আবছায়ায়
ছুঁয়ে যাও আদেখলার মত,
সেখানে একটা পা ক্রমশ খোঁড়াতে খোঁড়াতে,
আমিও আনন্দে ছুঁয়ে দেখি সরোম ত্রিবলীরেখা।
আজকাল বিপরীত বিহারে আনন্দ পাই
সুখের বিপরীতে যতটা আয়ুস্মান বিরহ,
তেমনই টগবগ্ করে অপ্রাপ্তির চোরটান।
দু’দন্ড শান্তি চেয়ে যখন এগিয়ে দিয়েছি
করপূটতলে যতটা নাভিশ্বাস ধরে,
ততটাই ক্লান্তি আর অস্থির যৌবনকাল
প্রতিমুহূর্তে যা বড় বেশী বিহ্বল ও সচেতন,
পিঠের ওপর যতটা আঁকিবুকি মানায়!
তার মত, ঠিক তার মত করে, আরও একবার
তার মত করে বাড়িয়ে দিচ্ছি বিষাদজ্যোৎস্না।