মেট্রো স্টেশনে,মজার নামকরণ!
কার অবদান?জানেন বিলক্ষণ!!
-প্রেমাঙ্কুর মালাকার
মেট্রো রেলের ছোট্ট ঘটনা,
শোনাচ্ছি এরপর-
সেদিন মেট্রো ছাড়লো যখন,
রবীন্দ্র সরোবর!
-দয়া করে শুধু বলবেন দাদা,
আপনি কি উত্তম?
-না না ক্ষুদিরাম!সামনে এসেছি?
ঠাসা ভীড়ে দম সম!
-তাহলে একটু সাইড দেবেন,
আমি উত্তম কুমারে-
মাস্টারদা ও নেতাজী আছেন,
পিছে খাড়া সারে সারে।
মুচকি হেসেই, বলেন লোকটি,
অধম যে পিছে হটে!
উত্তম কে কি, আটকাতে পারি?
বুদ্ধি নেই কি ঘটে?
প্রথম শহীদ! ক্ষুদিরাম দেন,
ফাঁসির মঞ্চে প্রাণ!
ভারতবর্ষ! আজো ভোলে নাই!
তাঁর সেই বলিদান!
মাস্টারদা যে সূর্যসেনই,
তাঁকে আটকাবো কিসে?
নেতাজী দেখান, ভারতবাসীকে,
মুক্তির দিক-দিশে!
মেট্রো রেলের স্টেশন গুলোর,
মজার নামকরণ!
কার অবদান? অনেকে সে কথা,
জানেন বিলক্ষণ!!
তদানীন্তন ভারতবর্ষে,
মন্ত্রী ছিলেন রেলে-
সেই নাম গুলো,আজো টিকে আছে,
তিনি পদ ছেড়ে গেলে।
—oooXXooo—