এমনটা কেন ?
রতন চক্রবর্তী (সাফাই)
“”””””””””””””””””””””””””
কত সাধু গুরু মহান ধরায় নিলেন জন্ম
আজও নিচ্ছেন কত
কত লেখক কবি গীতিকার নিলেন জন্ম
আজও নিচ্ছেন কত
কত নেতা মন্ত্রী বুদ্ধিজীবী নিলেন জন্ম
আজও নিচ্ছেন কত
কত সমাজ সেবক-সেবিকা নিলেন জন্ম
আজও নিচ্ছেন কত
কত ধর্ম ,জ্ঞান,চেতনার বাণী হলো প্রচার
আজও হচ্ছে কত
কত বিদ্রোহ,বিপ্লব ঘটলো,হলো রক্তক্ষয়
আজও হচ্ছে কত
তবুও দেখি মানুষের ঘুচলো না দুঃখ এতটুকু
সমস্যায় জর্জরিত |
এমনটা কেন ? প্রশ্ন জাগতেই অন্তরে
ডুব দিলাম যখন চিন্তার গভীরে ,
এমন সময় ভেসে এলো এক বার্তা ইথারে
অংক কষেছে সবাই দিয়ে বাদ হাতের একটারে |
এক ব্রম্ম দ্বিতীয় নাস্তি ব্রম্মের সন্তান
আমরা সকলে বিশ্ব মায়ের কোলে ,
জেনেও ওরা বিভাজন করেছে,করছে সৃষ্টি
সংকীর্ণ স্বার্থমোহে ছলে বলে কৌশলে |
হচ্ছে না তাই সমস্যার সমাধান কোন
আসছে না প্রেম শান্তি সুখ বিশ্ব সংসারে |
কাঙ্খিত স্বর্গ সুখ যদি আনতে চাও
যোগ-বিযোগ-পূরণ-ভাগ করো নির্ভুল করে ||
—oooXXooo—