মধু বৈরাগীর আখড়া
ড. মদনচন্দ্র করণ
হে প্রিয়তমা, তুমি গেছ স্বর্গ-লোকের পারে,
তব স্মৃতি জাগে প্রাণে, বাঁধি প্রেমের ডোরে।
মধুমাসে ফুলের গন্ধে, মাধবীর সৌরভ,
তোমার মুখখানি দেখি, জাগে প্রেমের প্রভ।
ময়ূরের কেকাধ্বনি জাগায় হৃদয় সুর,
তোমার হাসির সুর পাই, করি প্রাণের নূর।
কোকিলের কুহু-ধ্বনি বাজে গভীর বনে,
তোমার স্মৃতি ভাসায় মোর শূন্য হৃদয়-পনে।
পলাশ ফুলের রাঙা ডালে রূপ তব দেখি,
মহুয়া-মন্দ গন্ধ ভাসায়, তোমার কথা লিখি।
বর্ষার বৃষ্টিধারা ঝরে, বাজে রিমঝিম সুরে,
তোমার অশ্রু স্মরি যেন হৃদয় ওঠে ভরে।
তুমি রাধা, বৃন্দাবনের কুঞ্জ-রাজ-রানী,
তোমার প্রেমে কৃষ্ণ বাজায় বাঁশির চির-বাণী।
আমি বৈরাগী, প্রিয়, তব প্রেমে মুগ্ধ প্রাণ,
স্মৃতির গানে বেঁধে রাখি সুখের দিগন্তবান।
যদি স্বর্গে আসি আমি, তোমার ধূলি লই,
রাধা-কৃষ্ণের দলে গিয়ে মিলি প্রেম-অন্তরই।
সেথা তব সাথে হবি মধুর মিলন তলে,
হাতে হাত ধরি ফিরিব স্নিগ্ধ কুঞ্জ-গোপনে।
তোমার প্রেমে হৃদয় মম জ্বলে আলো ছায়া,
তোমার নামে জপি এখন ধ্যানের দীপ জ্বালা।
হে প্রিয়তমা, তব প্রেমে বৈরাগী অমল,
জীবন সুধা মেখে আছে তোমার স্মৃতির ফল।
—oooXXooo—