হতাশা
অসিত ঘোষ
অকৃতকার্য উচ্চাশা, সঙ্গে আনে হতাশা
দুমড়ে মুচড়ে দেয় হৃদয় গুলি ,
যদি সাধ্য থাকে ঘুরে দাঁড়ানো
তখনই মন প্রফুল্ল হয় আনন্দ আশা।
হতাশা একটি মানসিক রোগ
একবার নয় বারবার চেষ্টা করো,
কৃতকার্য হবেই একদিন না একদিন
আমি অজগ্রাম থেকে শহর করি ভোগ ।
ভাগ্য নয় কর্ম নির্ভেজাল মানুষের ধর্ম
একাগ্রতা থাকে জয়লাভ হবে একদিন ,
ভেঙে পড়লে চলে না ঝড় এলে
ভাগ্য নিয়ে কেউ জন্মায় না থাকুক কর্ম।
—oooXXooo—